জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: সংগৃহীত।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেশ্যাল সেন্টার অফ মলিকিউলার মেডিসিন-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (ডিএসটি-এসইআরবি) আর্থিক অনুদান দেবে। শূন্যপদ একটি।
ওই কাজের জন্য কেমিক্যাল সায়েন্সেস, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে, অর্গানিক সিন্থেসিস, ভাইরাস অ্যাসে, বায়োকেমিক্যাল অ্যাসে নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
মোট তিন মাসের চু্ক্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। এর জন্য নিযুক্ত ব্যক্তি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য ইমেল মারফত আবেদনপত্র জমা দেওয়া আবশ্যক।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।