Apprenticeship Recruitment 2024

৩০০-র বেশি স্নাতককে প্রশিক্ষণ দেবে আরসিএফএল, কী ভাবে আবেদন করবেন?

প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতকদের প্রশিক্ষণ চলবে। মোট আসন সংখ্যা ৩৭৮টি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৩
Rashtriya Chemicals and Fertilizers Limited.

রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেড (আরসিএফএল)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার অধীনে প্রশিক্ষণের সুযোগ। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেড (আরসিএফএল)-এর তরফে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতকদের প্রশিক্ষণ চলবে। মোট আসন সংখ্যা ৩৭৮টি।

Advertisement

অ্যাকাউন্টস এগজ়িকিউটিভ, সেক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, রিক্রুটমেন্ট এগজ়িকিউটিভ (হিউম্যান রিসোর্স) বিভাগে বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা অন্যান্য যে কোনও শাখায় স্নাতকদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন, এমন ৯০ জন প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যায় স্নাতক এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন, এমন ১০৬ জন প্রার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন।

নিযুক্তদের প্রশিক্ষণ চলাকালীন মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ৭,০০০-৯,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপে প্রশিক্ষণ নিতে আগ্রহীরা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদপ্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এর অধীনে নাম নথিভুক্ত করতে হবে।

এর পরে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন পোর্টালে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত বিভাগে প্রশিক্ষণের বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন