রেল বিকাশ নিগম লিমিটেড। সংগৃহীত ছবি।
রেল বিকাশ নিগম লিমিটেডের একটি বিভাগে উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্তদের পোস্টিং হবে দেশের যে কোনও অঞ্চলে অথবা বিদেশে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থার ইলেক্ট্রিক্যাল বিভাগের জন্য এই নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা সাত। এই পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতেও মিলবে ভাতা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইন্সট্রুমেন্টেশন/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক থাকতে হবে। পাশাপাশি, ন্যূনতম ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারেন।