CU Recruitment 2024

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে গবেষক নিয়োগ, কোন প্রকল্পের জন্য?

জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমা নির্ধারণ করা হবে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)-এর নিয়ম মেনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০২
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সার্কুলার রোডের ক্যাম্পাসে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেই অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে গবেষণার কাজের জন্য কর্মী প্রয়োজন। ওই প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে একটি কেন্দ্রীয় সংস্থা। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বা জৈবরসায়ন বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘রেগুলেশন অফ দ্য সাবসেলুলার লোকালাইজ়েশন অফ লেঘেমোগ্লোবিন ডিউরিং সিমবায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন ইন লোটাস জ্যাপোনিকাস’। এটি কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থপুষ্ট।

প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বেড়ে ২০২৭ সালের ১৯ জুন পর্যন্ত হতে পারে।

জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমা নির্ধারণ করা হবে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)-এর নিয়ম মেনে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় সংস্থার নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞানের কোনও বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁরা নেট বা গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতে উত্তীর্ণ এবং যাঁদের রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগামী ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু দুপুর ৩টে থেকে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র , জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন