সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সায়েন্টিস্ট পদে মোট ২৮ জনকে নিয়োগ করা হবে।
রসায়ন, কেমিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়াল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সায়েন্টিস্ট পদে আবেদনের সুযোগ পাবেন। তবে কিছু প্রকল্পের জন্য পদার্থবিদ্যা, মেটিরিয়াল সায়েন্স বা ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদেরও আবেদন গ্রহণ করা হবে।
নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে বেতন বাবদ ১,১৩,৭২০ টাকা পাবেন। কাজের মেয়াদ সম্পর্কে যদিও প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও তথ্য দেওয়া হয়নি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের মেধা, গবেষণামূলক কাজের অভিজ্ঞতার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য অনলাইনে ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে আবেদন পাঠানো প্রয়োজন। আবেদনের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে।