WBCHSE Syllabus Change 2025

ফের পরিববর্তন উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমে, ঘোষণা শিক্ষা সংসদের

২০১২ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি পড়ানো হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্সের মতো বিষয়। একই সঙ্গে যুগোপযোগী করার জন্য পরিবর্তন করা হয়েছিল কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমও। এ বার দু’টি বিষয়কে আরও সরলীকৃত করার জন্য পাঠ্যক্রম আবার বদলের সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “বর্তমান যুগে সবারই কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি যুগোপযোগী অথচ শিক্ষামূলক এবং সহজ করে তোলার জন্য পাঠ্যক্রম সংশোধন করার সিদ্ধান্ত।”

বহুদিন ধরেই কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়গুলি উচ্চ মাধ্যমিক স্তরে চালু ছিল। কম্পিউটার সায়েন্স বিষয়টি মূলত বিজ্ঞান শাখার পড়ুয়াদের জন্য। অন্য দিকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তে পারে কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়ারা। ২০১২ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি পড়ানো হয়। অঙ্কে যাদের ভয়, তাদের জন্যই চালু হয় এই বিষয়।

২০২৩-’২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্সের মতো বিষয়গুলি চালু হয়, তখন কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমেও আমূল পরিবর্তন আনা হয়। বর্তমানের কম্পিউটার এবং প্রযুক্তি নির্ভর যুগে সামঞ্জস্য রাখতে সময়োপযোগী করে তোলা হয় কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমগুলি। আগে কম্পিউটারের যে বিষয়গুলি একসময় ব্যবহৃত হত, যেমন-ডিস্ক অপারেটিং সিস্টেম (ডস) বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলি, সেগুলি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। এর পর বর্তমান সময়ে কম্পিউটারের যে বিষয়গুলি বহুল ব্যবহৃত, সেগুলি পাঠ্যক্রমে রাখা হয়। তবে এর ফলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমটি বেশ কঠিন এবং জটিল হয়ে যায়। সমস্যায় পড়ে কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়ারা। তাই তাদের কথা ভেবে আবারও পরিবর্তন করা হল পাঠ্যক্রম। এর ফলে বিষয়টি যাতে সময়োপযোগী, তথ্যসমৃদ্ধ হওয়ার পাশাপাশি সরলীকৃত হয়, সেই দিকে নজর দিয়েছে শিক্ষা সংসদ। যাতে পড়ুয়াদের কাছে সহজেই বোধগম্য হয় বিষয়টি, সে কথা ভেবেই এই বদল।

কম্পিউটার অ্যাপ্লিকেশনের এই নয়া পাঠ্যক্রমে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু বিষয়, পাইথন প্রোগ্রামিং এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের অন্যান্য বিষয়। এর মাধ্যমে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারাও কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যুক্তিগুলি সহজেই বুঝতে পারবে। অঙ্কে ভীতি থাকলেও যাতে পড়ুয়ারা কম্পিউটারের নানা বিষয় বুঝে ভবিষ্যতে কাজে লাগাতে পারে, সেই উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

Advertisement
আরও পড়ুন