বাঘাযতীন এলাকার নেতাজি নগরে বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়া বহুতলের ঘরের থেকে উদ্ধার করা হচ্ছে ঘরের জিনিসপত্র। ছবি: রণজিৎ নন্দী।
বাঘা যতীনের বহুতল-বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোনও পুরসভা এলাকায় বাড়ি ‘লিফটিং’ (উঁচু করা বা এক জায়গা থেকে অন্যত্র সরানো) করতে হলে সংশ্লিষ্ট এলাকার মাটি অবশ্যই পরীক্ষা করতে হবে। এক জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে বাড়ি বা আবাসন লিফটিংয়ের কাজ করতে হবে। যে সংস্থা ওই কাজ করবে, তাদের যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র দেখাতে হবে।
কলকাতা পুরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাঘা যতীনের ওই বহুতলের ক্ষেত্রে বাড়ি লিফটিং করার আগে সেই সংক্রান্ত কোনও নিয়মকানুনই মানা হয়নি। মাটি পরীক্ষা থেকে শুরু করে কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া, কিছুই করা হয়নি। ওই বাড়িতে যাঁরা থাকতেন, তাঁদের পুনর্বাসন দেওয়ার কথা ভাবছে পুরসভা। এ ক্ষেত্রে বাড়িটি পুরো ভাঙার পরে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবে পুরসভা। পরে আগামী দিনে আইনি সমস্ত দিক খতিয়ে দেখে ওই জায়গায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে নির্মাণকাজ করতে চায় পুর প্রশাসন।
পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, বাঘা যতীনের বাড়িটি পুরোপুরি ভাঙতে ১০-১৫ দিন সময় লাগবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়া হচ্ছে। কাজ সর্বক্ষণ তদারক করছেন এক জন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ভাঙার সময়ে বাড়িটির আশপাশের কোনও বাড়ির যাতে ক্ষতি না হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।