Viral Video

মাথা দুলিয়ে ব্রুনো মার্সের গানে নাচ! ডুবুরির সঙ্গে বেলুগা তিমির নাচ দেখে হইচই সমাজমাধ্যমে

ডুবুরি যে ভাবে মাথা দোলাচ্ছেন, তা অনুকরণ করে মাথা দুলিয়ে যাচ্ছে বেলুগা তিমিও। কখনও উপর-নীচে, কখনও আবার দু’পাশে মাথা দোলাচ্ছে সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৯:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

২০২৪ সালে আমেরিকান গায়ক ব্রুনো মার্সের ‘রোজ়ি’ অ্যালবাম মুক্তি পায়। সেই অ্যালবামের ‘অ্যাপ্ট’ গানটি বেশ জনপ্রিয় হয়। সেই গান শুনেই মাথা দুলিয়ে নেচে উঠল বেলুগা তিমি। মাঝসমুদ্রে ডুবুরির সঙ্গে তিমির নাচের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছ়ড়িয়ে পড়ে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘গ্লোবালভাইরালভিডিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জলের গভীরে এক ডুবুরির সঙ্গে নাত করছে বেলুগা তিমি। ডুবুরি যে ভাবে মাথা দোলাচ্ছেন, তা অনুকরণ করে মাথা দুলিয়ে যাচ্ছে বেলুগা তিমিও। কখনও উপর-নীচে, কখনও আবার দু’পাশে মাথা দোলাচ্ছে সে।

ভিডিয়োটি দেখে নেটাগরিকের অধিকাংশ তাতে ভালবাসা এঁকে দিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি এত মিষ্টি! দেখার পর আমি চোখ ফেরাতে পারছি না।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বেলুগা তিমিটি মনে হয় গানটি শুনে বেজায় আনন্দ পেয়েছে। খুশি মনে নাচ করছে সে।’’ বেলুগা তিমিদের সাধারণত সুমেরু অঞ্চলের দূর সমুদ্রেই দেখা যায়। নির্জনে থাকতেই পছন্দ করে বেলুগারা। বেলুগারা সাদা তিমি নামেও পরিচিত। কণ্ঠের আওয়াজ বা ডাকের জন্য এরা বিখ্যাত। পূর্ণবয়স্ক বেলুগা তিমির সারা শরীর সাদা হলেও বাচ্চা অবস্থায় গায়ের রং থাকে গাঢ় ধূসর। মাথা সামনের দিকে উঁচু।

Advertisement
আরও পড়ুন