যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
যুগোপযোগী দু’টি বিষয় নিয়ে কোর্স করাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টারের তরফে এই স্বল্পমেয়াদি কোর্স করানো হবে। এর জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোপ্রসেসর অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (সিম্যাটার)-এর তরফে কোর্স করানো হবে। বিষয়— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স। পাঠক্রমটির মেয়াদ ছ’মাস। যার ক্লাস শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে।
সংশ্লিষ্ট কোর্সে যে সমস্ত টপিক থাকবে, সেগুলি হল— ফান্ডামেন্টালস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স, পাইথন প্রোগ্রামিং, মেশিন লার্নিং অ্যান্ড অ্যাপ্লিকেশন্স এবং প্রজেক্ট অন ইমার্জিং এরিয়াস ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সংশ্লিষ্ট সেন্টারে কোর্সের ক্লাস হবে। প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধে সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা এবং শনিবার দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে এবং বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত ক্লাসের আয়োজন করা হবে। কোর্স ফি-র পরিমাণ ২৩,৬০০ টাকা।
পাঠক্রমে ভর্তির আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। তবে উচ্চ মাধ্যমিকে অঙ্ক থাকলে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৮ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।