Vidyasagar University Admission 2025

প্রাণায়ম, যোগাসন-সহ নানা বিষয়ে কোর্স করার সুযোগ, ভর্তি শুরু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

বিভিন্ন বিষয়ের কোর্স ফি-র পরিমাণ ১০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
Vidyasagar University

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নানাবিধ অভিনব বিষয়ে কোর্স করাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন সেন্টারের তরফে সমস্ত কোর্সের আয়োজন করা হবে। সবই তিন মাসের সার্টিফিকেট কোর্স। আগ্রহীরা বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত বিষয়ে কোর্স করার সুযোগ পাবেন, সেগুলি হল— ফুড প্রসেসিং অ্যান্ড হেলথ ড্রিঙ্কস, প্রাণায়ম অ্যান্ড যোগাসন ফর গুড হেলথ, কসমেটিক টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ল্যাবরেটরি টেকনিকস ইন হেলথ কেয়ার, অ্যাডভান্সড ম্যাপিং টেকনিকস অ্যান্ড ড্রোন টেকনোলজি ফর রিসোর্স ম্যানেজমেন্ট, কম্পিউটেশন ইউজ়িং ম্যাটল্যাব অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যান্ড ডকুমেন্টেশন ইউজ়িং ল্যাটেক্স, ডায়াবেটিস কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, ইট টেস্টি, লিভ হেলদি এবং সংস্কৃত গ্রামার অ্যান্ড কম্পোজ়িশন।

সমস্ত কোর্সে ভর্তির আবেদন জানানোর জন্য পড়ুয়াদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তরে পাঠরত বা উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন কোর্সের আসনসংখ্যার ভিত্তিতে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিভিন্ন বিষয়ের কোর্স ফি-র পরিমাণ ১০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫০০০ টাকা।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে চলতি মাসেই শুরু সমস্ত কোর্সের ক্লাস। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন