Liechtenstein

এক রাতের জন্য ভাড়া দেওয়া হত পুরো দেশ, চাবি তুলে দিতেন খোদ রাজা! কোথায় আছে সেই দেশ?

অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। তবে ২০১১ সাল পর্যন্ত মাত্র ৪০ হাজার জনসংখ্যার সেই বিচিত্র দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫৩
০১ ১৪
Country that was once available for rent

বাড়ি, গাড়ি, এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং ফ্রিজের মতো দৈনন্দিন জিনিসপত্রও আজকাল ভাড়ায় পাওয়া যায়। বিশ্বের কিছু অংশে, প্রেমিক-প্রেমিকাও ভাড়া পাওয়া যায়। কিন্তু জানা আছে কি, কয়েক বছর আগে পর্যন্ত একটি আস্ত দেশ ভাড়ায় পাওয়া যেত?

০২ ১৪
Country that was once available for rent

কথা হচ্ছে লিখটেনস্টাইনকে নিয়ে। সুইৎজ়ারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশটি ২০১১ পর্যন্ত রাত্রিযাপনের জন্য ভাড়ায় পাওয়া যেত।

০৩ ১৪
Country that was once available for rent

অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। তবে ২০১১ সাল পর্যন্ত মাত্র ৪০ হাজার জনসংখ্যার সেই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ।

Advertisement
০৪ ১৪
Country that was once available for rent

মাত্র এক রাতের জন্য পুরো লিখটেনস্টাইন ভাড়া করার খরচ ছিল বিপুল। ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকা।

০৫ ১৪
Country that was once available for rent

এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিখটেনস্টাইনকে জনপ্রিয় ‘হোমস্টে’ বুকিং সংস্থা এয়ারবিএনবি-তে তালিকাভুক্ত করা হয়েছিল। একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়়া দেওয়া হত।

Advertisement
০৬ ১৪
Country that was once available for rent

তবে লিখটেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন, তখন স্থানীয় প্রশাসনের তরফে অতিথির জন্য এলাহি আয়োজন করা হত।

০৭ ১৪
Country that was once available for rent

সারা দেশ জুড়ে উৎসব শুরু হত। অতিথির রাস্তা চিনতে যাতে অসুবিধা না হয়, তাই রাস্তার ধারে বড় বড় পোস্টার লাগানো হত।

Advertisement
০৮ ১৪
Country that was once available for rent

ঐতিহাসিক দুর্গ-সহ অতিথিদের সে দেশের এমন সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া হত, যেখানে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হত না।

০৯ ১৪
Country that was once available for rent

কেউ দেশটি ভাড়া করলে লিখটেনস্টাইনের রাজা ব্যক্তিগত ভাবে তাঁর হাতে দেশের চাবি হস্তান্তর করতেন।

১০ ১৪
Country that was once available for rent

রাজার তরফেও অতিথিদের জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের উপর আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হত। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য ওই সব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন।

১১ ১৪
Country that was once available for rent

বিখ্যাত র‌্যাপ গায়ক স্নুপ ডগ এক বার একটি মিউজ়িক ভিডিয়োর জন্য ক্ষুদ্র সেই দেশ ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু দেরি করে বুকিং করার জন্য তাঁর আবেদন খারিজ করা হয়।

১২ ১৪
Country that was once available for rent

অনন্য সুযোগটি স্বপ্নের মতো মনে হলেও দুর্ভাগ্যবশত ২০১১ সালের পর থেকে লিখটেনস্টাইন দেশটি ভাড়া দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।

১৩ ১৪
Country that was once available for rent

লিখটেনস্টাইন একটি আধা-সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হান্স-অ্যাডাম। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ।

১৪ ১৪
Country that was once available for rent

মাত্র ১৬০ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা ৪০ হাজারের থেকে সামান্য বেশি। লিখটেনস্টাইন এমন একটি দেশ, যার কোনও ঋণ নেই।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি