Puri Jagannath Temple

পুরীর মন্দিরের উপর আধ ঘণ্টা ধরে চক্কর রহস্যময় ড্রোনের, তার পর উধাও! তদন্ত শুরু করল পুলিশ

পুরীর জগন্নাথ মন্দিরের মাথায় রহস্যময় ড্রোন ওড়ার ঘটনায় কড়া পদক্ষেপের দিয়েছে ওড়িশার বিজেপি সরকার। পুরীর পুলিশ সুপারের নেতৃত্বে অনুসন্ধানকারী দল তৈরি করে শুরু হয়েছে তদন্তও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
পুরীর জগন্নাথ মন্দির।

পুরীর জগন্নাথ মন্দির। —ফাইল চিত্র।

পুরীর মন্দিরের উপর প্রায় আধ ঘণ্টা ধরে চক্কর কাটল রহস্যময় ড্রোন! কিন্তু কী ভাবে সেটি মন্দির চত্বরে এল, ড্রোন ওড়ানোর নেপথ্যে কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে ওড়িশার বিজেপি সরকার। পুরীর পুলিশ সুপারের নেতৃত্বে অনুসন্ধানকারী দল তৈরি করে শুরু হয়েছে তদন্তও।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার ভোর ৪টে ১০ নাগাদ ড্রোনটিকে জগন্নাথ মন্দিরের উপর উড়তে দেখা যায়। এমনিতে জগন্নাথ মন্দির চত্বরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। তাই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। তবে আধ ঘণ্টা পরে সেটিকে আর দেখা যায়নি। এই প্রসঙ্গে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, “মন্দিরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। যাঁরা মন্দিরের নিরাপত্তা ভঙ্গ করলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।”

মন্ত্রী জানান, পুরীর পুলিশ সুপারকে গোটা ঘটনাটির তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে মন্দির চত্বরে থাকা ওয়াচটাওয়ারে সর্ব ক্ষণের জন্য পুলিশ মোতায়েন রাখার কথা জানান তিনি। মন্ত্রীর কথায়, “মনে হচ্ছে ভ্লগাররা মন্দিরে ড্রোন উড়িয়েছেন। কিন্তু এর নেপথ্যে কোনও খারাপ উদ্দেশ্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।”

Advertisement
আরও পড়ুন