The University of Burdwan

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আবেদন পদ্ধতি

প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। প্রতি মাসে ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২২
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। বিশেষ প্রোজেক্টের জন্য এই পদে কর্মী নেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা/ ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। প্রতি মাসে ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। ১ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে, প্রজেক্টের কাজ অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

Advertisement

আবেদন প্রক্রিয়া

https://buruniv.ac.in/ এই ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনের জন্য বরাদ্দ ২৫০ টাকা বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী ডিমান্ড ড্রাফট করতে হবে। এর পর পূরণ করা স্বপ্রত্যয়িত আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট, জীবনপঞ্জি এবং স্বপ্রত্যয়িত প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে ওয়েবসাইটটি দেখুন—https://buruniv.ac.in/।

Advertisement
আরও পড়ুন