Presidency University Admission 2024

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির সুযোগ, শুরু হল রেজিস্ট্রেশন প্রক্রিয়া

বিভিন্ন বিভাগে পিএইচডি-র জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৫০০ শব্দের একটি রিসার্চ প্রোপোজ়াল জমা দিতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:২৭
Presidency University

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

রাজ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের জন্য পিএইচডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি সেশনের জন্য এই প্রোগ্রামে পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারবেন। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু বুধবার থেকেই।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভাগ থেকে পিএইচডি-র সুযোগ রয়েছে, সেগুলি হল— বাংলা, ফিলোজ়ফি, রাষ্ট্রবিজ্ঞান, হিন্দি, সমাজবিদ্যা, কেমিস্ট্রি, জিওলজি, ফিজ়িক্স, লাইফ সায়েন্সেস, ইকোনমিক্স, গণিত, ভূগোল, স্ট্যাটিস্টিক্স এবং অ্যাস্ট্রোফিজ়িক্স। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রাজারহাট ক্যাম্পাসে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এও পিএইচডির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলিতে আসনসংখ্যার পরিমাণ নিম্নলিখিত:

  • বাংলা-৬
  • ফিলোজ়ফি-৩
  • রাষ্ট্রবিজ্ঞান-১২
  • হিন্দি-৫
  • সমাজবিদ্যা-১০
  • কেমিস্ট্রি-৩৭
  • জিওলজি-১৬
  • ফিজ়িক্স-১৭
  • লাইফ সায়েন্সেস-২৪
  • ইকোনমিক্স-১১
  • গণিত-২৫
  • ভূগোল-৪
  • স্ট্যাটিস্টিক্স-১০
  • অ্যাস্ট্রোফিজ়িক্স-৫
  • হেলথ সায়েন্সেস-১৫

আবেদনকারীদের এর জন্য সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ থাকতে হবে। পাশাপাশি ইউজিসি নেট/ ইউজিসি-সিএসআইআর নেট পাশের যোগ্যতাও থাকতে হবে। হেলথ সায়েন্সেসের জন্য আইসিএমআর নেট, ডিবিটি-বেট উত্তীর্ণেরাও আবেদন করতে পারবেন।

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনপত্র এবং নথি পাঠানোর শেষ দিন যথাক্রমে ১৮ এবং ২০ ফেব্রুয়ারি।

বিভিন্ন বিভাগে পিএইচডি-র জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৫০০ শব্দের একটি রিসার্চ প্রোপোজ়াল জমা দিতে হবে। এর পর রিসার্চ প্রোপোজ়াল-সহ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে প্রার্থী বাছাই করা হবে। বাছাই প্রার্থীদের এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন বিভাগে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement