Illegal LPG Cylinder Business

‘বেআইনি’ গ্যাসের কারবার, আটক ২

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শোনপুর বাজারে ঘনবসতিপূর্ণ এলাকায় রমরমিয়ে চলছিল অটোয় গ্যাস ভরার বেআইনি কারবার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০৮:২৩
আটক করা হল গ্যাস সিলিন্ডার।

আটক করা হল গ্যাস সিলিন্ডার। ছবি: সামসুল হুদা ।

ঘনবসতিপূর্ণ এলাকায় রান্নার গ্যাস থেকে অটোয় গ্যাস ভরার ‘বেআইনি কারবার’ চলছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল গ্যাস সিলিন্ডার। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার শোনপুর বাজারে। পুলিশ জানিয়েছে, দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৬০টি রান্নার গ্যাস সিলিন্ডার ও চারটি অটোতে গ্যাস ভরার মেশিন উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শোনপুর বাজারে ঘনবসতিপূর্ণ এলাকায় রমরমিয়ে চলছিল অটোয় গ্যাস ভরার বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, পুলিশ অটো স্ট্যান্ডের কাছে দু’টি দোকানে অভিযান চালায়। পরেও ভাঙড় ডিভিশনের অন্যান্য থানা এলাকায় এই বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশের এই পদক্ষেপে চিন্তিত সাধারণ অটো চালকেরা। তাঁদের বক্তব্য, এলাকায় কোনও বৈধ গ্যাস ভরার পাম্পই নেই। এই ধরনের ব্যবস্থা বন্ধ হলে অটো চালাতে সমস্যা হবে।

Advertisement
Advertisement
আরও পড়ুন