এনআইবিএমজি। সংগৃহীত ছবি।
ডায়াবিটিস সংক্রান্ত বিষয়ে গবেষণার কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)। সোমবার সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের জন্য দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগের আয়োজন করা হবে, সেটি হল— ‘ডায়াবিটিক রেটিনোপ্যাথি মাইক্রোবায়োম স্টাডি-ইন্ডিয়া (ডিআরএমএস-ইন্ডিয়া)’। প্রকল্পটি একটি ‘এক্সট্রামিউরাল প্রজেক্ট’। প্রকল্পে প্রথমে ন’মাসের জন্য কর্মীদের নিয়োগ করা হবে। এর পর নিযুক্ত ব্যক্তিদের কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
প্রকল্পে নিয়োগ হবে সিনিয়র ল্যাবরেটরি অ্যানালিস্ট এবং সিনিয়র ডেটা অ্যানালিস্ট পদে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। উভয় পদেই আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। নিযুক্তদের পারিশ্রমিক হবে ৫০,০০০ টাকা প্রতি মাসে।
উভয় পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ছাড়াও গবেষণার অভিজ্ঞতা এবং অন্যান্য দক্ষতা প্রয়োজন, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এই চুক্তিভিত্তিক পদগুলির জন্য নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ ফেব্রুয়ারি। বাছাই প্রার্থীদের এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।