POWERGRID

পাওয়ারগ্রিডে কর্মখালির বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

আগ্রহীদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখার জন্য পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:৫৬
পাওয়ারগ্রিড।

পাওয়ারগ্রিড। প্রতীকী ছবি।

পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলিতে শূন্য আসনে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আগ্রহীদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখার জন্য পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইট https://www.powergrid.in/-এ যেতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলি জানানো হয়েছে, সেগুলি হল--

Advertisement

পদমর্যাদা ও শূন্য আসনের সংখ্যা:

১. ডেপুটি ম্যানেজার-১৩টি

২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-১০টি

বয়ঃসীমা:

১. ডেপুটি ম্যানেজার-সর্বোচ্চ ৩৬ বছর

২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সর্বোচ্চ ৩৩ বছর

বেতন কাঠামো:

১. ডেপুটি ম্যানেজার- এই পদে নিযুক্তদের মাসিক বেতন হবে ৭০,০০০-২,০০,০০০ টাকা।

২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-এই পদে নিযুক্তদের মাসিক বেতন হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা।

বাছাই প্রক্রিয়া: প্রার্থীদের আবেদনপত্রগুলি খতিয়ে দেখার পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া: এ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পদগুলিতে আবেদন জানানোর শেষ দিন ১৪ জানুয়ারি।

আবেদনমূল্য: এসসি এবং এসটি ক্যাটেগরিভুক্ত প্রার্থীরা ছাড়া অনলাইন আবেদন জানানোর জন্য বাকিদের ৫০০ টাকা জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন