ওয়াকফ নিয়ে সংসদীয় কমিটির কাছে যুক্ত মঞ্চের প্রতিনিধিরা। —ফাইল চিত্র।
ওয়াকফ সংশোধনী বিলের বেশ কিছু জায়গা নিয়ে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলি প্রত্যাহারের দাবি জানাল ‘নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ’। এই মর্মে বঙ্গ-সফরে আসা সংশ্লিষ্ট বিষয়ের সংসদীয় যৌথ কমিটির কাছে সোমবার কলকাতায় দাবিপত্রও দিয়েছে মঞ্চ। দাবিপত্রে মোট ১৬টি পর্যবেক্ষণ ও সুপারিশের কথা তুলে ধরেছে তারা। যুক্ত মঞ্চের তরফে দাবিপত্র জমা দিতে গিয়েছিলেন আলবিনা শাকিল, অমর্ত্য রায়, উমর আওয়াইস, সমীরণ সেনগুপ্ত, সৌম্যদীপ বিশ্বাসেরা। তাঁদের অভিযোগ, বিলের বেশ কিছু জায়গা দেশের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ, যেখানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তা লঙ্ঘন করছে। এ ছাড়াও, সংবিধানের ১৫, ২৫, ২৬ নম্বর অনুচ্ছেদেরও লঙ্ঘন করছে এই বিল। যুক্তমঞ্চের আশঙ্কা, এই বিলের উপরে ভিত্তি করে আইন পাশ হলে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে, বিলে কেন্দ্রীয় ও রাজ্য ওয়াকফ বোর্ড, সিইও-র বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তার বদলে সাচার কমিটি অনুসরণে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শদাতা সংস্থা তৈরি করা হোক বলেও দাবি জানিয়েছে যুক্ত মঞ্চ।