প্রতীকী চিত্র।
বিভিন্ন বিষয়ের স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে প্রবেশিকাগুলির আয়োজন করে ডব্লিউবিজেইইবি, তারই সূচি প্রকাশ করা হয়েছে বোর্ডের ওয়েবসাইটে।
চলতি বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-র দিন আগেই ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। আগামী ২৭ এপ্রিল রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আয়োজন করা হবে ডব্লিউবিজেইই-র। এ বার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির পরীক্ষা (পিইউবিডিইটি), প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট (পিইউএমডিইটি), জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস আন্ডারগ্র্যাজুয়েট কোর্স (জেইএনপিএএস ইউজি), ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং টেস্ট (জেইএলইটি), অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফারি (এএনএম) ও জেনারেল নার্সিং মিডওয়াইফারি (জিএনএম), জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট বেসিক নার্সিং (জেইপিবিএন), জয়েন্ট এন্ট্রান্স ফর মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং (জেইএমএসসিএন), জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস ফর পোস্টগ্র্যাজুয়েট কোর্স (জেইএমএএস পিজি) এবং জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন (জেকা) পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড।
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নার্সিংয়ের বিএসসি কোর্স এবং প্যারামেডিক্যাল স্নাতক স্তরের কোর্সে ভর্তির প্রবেশিকা জেইএনপিএএস ইউজি হবে আগামী ১৫ মে। ১৫ জুন হবে ল্যাটারাল এন্ট্রি স্কিমে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মাসির চার বছরের কোর্সের তৃতীয় সিমেস্টারের ভর্তির প্রবেশিকা জেইএলইটি। পিইউবিডিইটি এবং পিইউএমডিইটি-র প্রবেশিকার আয়োজন করা হবে যথাক্রমে ২১ ও ২২ জুন এবং ২৭ জুন। ২৯ জুন, ১২ এবং ১৩ জুলাই যথাক্রমে এএনএম জিএনএম, জেইপিবিএন এবং জেইএমএসসিএন-এর পরীক্ষা হবে।
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে প্যারামেডিক্যাল ও অ্যালায়েড সায়েন্সের স্নাতকোত্তরের কোর্স (জেইএমএএস পিজি)-এ ভর্তির পরীক্ষা নেওয়া হবে ১৯ জুলাই। ২০ জুলাই হবে রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা (জেকা)।