প্রতীকী চিত্র।
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এক্সিম) ব্যাঙ্ক একাধিক কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, ব্যাঙ্কে বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ মার্চ থেকে।
ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি, ডেপুটি ম্যানেজার এবং চিফ ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৮। নিযুক্তরা সংস্থায় ডিজিটাল টেকনোলজি, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, রাজভাষা, লিগ্যাল-সহ অন্যান্য ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে কর্মস্থল হতে পারে।
ম্যানেজমেন্ট ট্রেনি, ডেপুটি ম্যানেজার এবং চিফ ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ২৮, ৩০ এবং ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
ডেপুটি ম্যানেজার এবং চিফ ম্যানেজার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা এবং ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে মাসে ৬৫,০০০ টাকা।
রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ক্ষেত্রে ম্যানেজমেন্ট ট্রেনি পদে আবেদন জানাতে প্রার্থীদের অর্থনীতিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। বাকি পদ্গুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১০০ এবং ৬০০ টাকা। আগামী ১৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে আগামী মে মাসে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।