NEET

নিট ইউজি কাউন্সেলিং: প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

যে যোগ্য প্রার্থীরা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তাদের এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:০৫
প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু সংগৃহীত ছবি

মেডিকেল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট ইউজি কাউন্সেলিং প্রক্রিয়াটি ১১ অক্টোবর থেকে শুরু করবে। যে যোগ্য প্রার্থীরা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তাদের এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

যে গুরুত্বপূর্ণ দিনগুলি প্রার্থীদের মনে রাখতে হবে সেগুলি নিম্নলিখিত:

Advertisement

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু: ১১ অক্টোবর

আবেদন জানানোর শেষ দিন: ১৭ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত

আবেদনপত্রের বরাদ্দ মূল্য জমা করা যাবে: ১৭ অক্টোবর দুপুর ৩টে পর্যন্ত

বিকল্প বাছাই প্রক্রিয়া শুরু: ১৪ অক্টোবর

বিকল্প বাছাই প্রক্রিয়ার শেষ দিন:১৮ অক্টোবর

বিকল্প বাছাই নিশ্চিত করা যাবে: ১৮ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ১১.৫৫ পর্যন্ত

অভ্যন্তরীণ প্রার্থীদের যাচাই প্রক্রিয়া: ১৭ অক্টোবর-১৮ অক্টোবর

বরাদ্দ আসনের প্রক্রিয়াকরণ: ১৯-২০ অক্টোবর

প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা: ২১ অক্টোবর

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে রিপোর্টিং: ২৩-২৮ অক্টোবর

গত ৭ সেপ্টেম্বরেই এনটিএ নিট ইউজি পরীক্ষার ফলাফলটি ঘোষণা করেছিল।

প্রার্থীরা কী ভাবে প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়ায় রেজিস্টার করতে পারেন?

১. প্রথমেই এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে 'নিট ইউজি কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এর পর প্রার্থীদের নিজেদের রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সেটি জমা দিতে হবে।

৪. রেজিস্টার করার পরে আবেদনপত্রটি পূরণ করে, আবেদনপত্রের বরাদ্দ মূল্যটি জমা দিতে হবে।

৫. এ বার আবেদনপত্রটি জমা দিয়ে সেটির একটি কপি ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে হবে ভবিষ্যতের সুবিধার্থে।

আরও পড়ুন
Advertisement