NEET

নিট ইউজি কাউন্সেলিংয়ের আসন বরাদ্দের চূড়ান্ত ফলপ্রকাশ

প্রার্থীরা বহুপ্রতীক্ষিত এই আসন বরাদ্দের ফলটি এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে দেখতে পারবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৪:৫২
এমসিসি শুক্রবার নিট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের চূড়ান্ত ফলাফলটি প্রকাশ করেছে।

এমসিসি শুক্রবার নিট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের চূড়ান্ত ফলাফলটি প্রকাশ করেছে। সংগৃহীত ছবি

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) শুক্রবার নিট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের চূড়ান্ত ফলাফলটি প্রকাশ করেছে। প্রার্থীরা বহুপ্রতীক্ষিত এই আসন বরাদ্দের ফলটি এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে দেখতে পারবেন।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বরাদ্দ কলেজগুলিতে প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র-সহ ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে উপস্থিত থাকতে হবে। এই অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ার চারটি রাউন্ড হবে। সেগুলি হল: প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, মোড়-আপ রাউন্ড এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড।

Advertisement

এর আগে, ২০ অক্টোবর এমসিসি কাউন্সেলিংয়ের প্রভিশনাল ফলটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। প্রভিশনাল ফল নিয়ে আপত্তি জানানোর জন্য প্রার্থীদের সুযোগও দেওয়া হয়েছিল।

পরীক্ষার্থীরা কী ভাবে এই চূড়ান্ত ফলাফলটি দেখবেন?

১. প্রথমে এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে 'ফাইনাল রেজাল্ট অফ রাউন্ড ওয়ান ইউজি কাউন্সেলিং ২০২২'-লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এর পর লগ ইন ডিটেলস দিলেই আসন বরাদ্দের ফলটি পরীক্ষার্থীরা স্ক্রিনে দেখতে পাবেন।

৪. পরীক্ষার্থীরা এই ফলটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

Advertisement
আরও পড়ুন