আইবিপিএস আরআরবি অফিসার পদের ফলাফল প্রকাশিত সংগৃহীত ছবি
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস) দ্বিতীয় স্তরের জিবিও ও স্পেশালিস্ট এবং তৃতীয় স্তরের অফিসার পরীক্ষার মার্কশিটটি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট-ibps.in.-এ গিয়ে পরীক্ষার ফলাফলটি দেখে ডাউনলোড করে নিতে পারবেন।
আইবিপিএস আরআরবি দ্বিতীয় ও তৃতীয় স্তরের পরীক্ষায় যে পরীক্ষার্থীরা পাশ করবেন, তাঁদের এর পর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়াটি ১৪ নভেম্বর থেকে শুরু হবে। অনলাইন পরীক্ষার সময় যে ভাবে পরীক্ষার্থীদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হয়েছিল, একই ভাবে ইন্টারভিউয়ের সময়ও এগুলি করা হবে।
বিজ্ঞপ্তি বা নিয়োগের চিঠিটিতে যে সব নথিপত্রের কথা উল্লেখ করা হয়েছিল, সেই নথিগুলি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে। এই নথিগুলি প্রার্থীরা ইন্টারভিউয়ের দিন আনতে ভুলে গেলে তাঁদের আর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীরা কী ভাবে মার্কশিটটি ডাউনলোড করবেন?
১. প্রথমেই সরকারি ওয়েবসাইট-ibps.in-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে 'অফিসার স্কেল ২ (জিবিও অ্যান্ড স্পেশালিস্ট) অ্যান্ড অফিসার স্কেল ৩ স্কোরকার্ড' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. এখানে লগ ইন করলেই মার্কশিটটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪. এর পর পরীক্ষার্থীরা সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।