JU Hostel Facilities

দু’মাস ধরে বিকল হস্টেলের জলের ফিল্টার, অসুস্থ কয়েক জন পড়ুয়া! ফের বিতর্ক যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার মিতালি দেবের বক্তব্য, ‘‘প্রায় চার-পাঁচ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। তা জল ছাড়া বাইরের খাবার খেয়েও হতে পারে। এমন কিছু বড় বিষয় না। এখন সব কিছু ঠিক আছে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:০১
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এ বার অভিযোগের নিশানায় প্রতিষ্ঠানের রিসার্চ স্কলারদের হস্টেল। অভিযোগ, হস্টেলের জলের ফিল্টার দু’মাস ধরে খারাপ। জলের পরীক্ষা করে ব্যাক্টেরিয়ার ক্ষতিকর উপস্থিতিও মিলেছে। তার পরেও কোনও হেলদোল নেই কর্তৃপক্ষের। ওই ফিল্টারের জল খেয়ে বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ।

Advertisement

এ বিষয়ে ১২ নভেম্বর আবাসিকদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয়। সেখানে ফিল্টার বদলানোর দাবি ওঠে। এর পরই বুধবার থেকে হস্টেলে জলের ড্রাম রাখা হচ্ছে। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিক বলেন, ‘‘গত দু’মাস ধরে কর্তৃপক্ষ জলের মতো এমন অপরিহার্য বিষয়কে অগ্রাহ্য করেছেন। ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু পড়ুয়া।’’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কথায়, ‘‘হস্টেলের জল খেয়েই যে অসুস্থ হয়েছেন তার কোনও প্রমাণ নেই। ফিল্টার নিয়ে অভিযোগ আসার পরই সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মিত পরীক্ষা করারও কথা বলা হয়েছে।’’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার মিতালি দেবের বক্তব্য, ‘‘প্রায় চার-পাঁচ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। তা জল ছাড়া বাইরের খাবার খেয়েও হতে পারে। এমন কিছু বড় বিষয় না। এখন সব কিছু ঠিক আছে।’’

Advertisement
আরও পড়ুন