WBCHSE Syllabus 2024

বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে আগামী শিক্ষাবর্ষ থেকে মিশছে এআই এবং ডেটা সায়েন্স

উচ্চমাধ্যমিক হোক বা স্নাতক, সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে ‘পিওর সায়েন্স’ (পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অঙ্ক) নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা। তার বদলে স্নাতকে কৃত্তিম মেধা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটির মতো কোর্সের প্রতি চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

Advertisement
অরুণাভ ঘোষ
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:০৯

সংগৃহীত চিত্র।

‘পিওর সায়েন্স’-এ আগ্রহ কমছে পড়ুয়াদের। তাই চিরাচরিত ধারার বাইরে বেরিয়ে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কৃত্রিম মেধা এবং ডেটা সায়েন্স দু’টি বিষয়কে একটি পাঠক্রমের মধ্যে যুক্ত করছে শিক্ষা সংসদ।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম মেধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। আর এই পুরো বিষয়টি দাঁড়িয়ে রয়েছে ডেটা সায়েন্সের উপর। তাই আলাদা করে আমরা ডেটা সায়েন্স আর পড়াচ্ছি না। ডেটা সায়েন্সের বিষয় নিয়ে বহু পড়ুয়ার মধ্যে ধারণা স্বচ্ছ নয়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সম্পর্ক জানতে পড়ুয়ারা বিশেষ ভাবে আগ্রহী। তাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে একটি বিষয় হিসাবে পড়ানো হবে।’’

উচ্চমাধ্যমিক হোক বা স্নাতক, সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে ‘পিওর সায়েন্স’ (পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অঙ্ক) নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা। তার বদলে স্নাতকে কৃত্তিম মেধা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটির মতো কোর্সের প্রতি চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানের বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি করতে এবং সিমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের সিলেবাসের চাপ কমাতে দু’টি আলাদা আলাদা বিষয়কে এক করে দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই বিষয়ের নাম রাখা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স।

সংসদের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “বেসিক সায়েন্স-এর প্রতি ছাত্র-ছাত্রীদের যে অনীহা তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে এই ধরনের কোর্স একসঙ্গে পড়ালে উচ্চ শিক্ষাতেও আগ্রহ বাড়বে পড়ুয়াদের। বিজ্ঞানের প্রতি উৎসাহ বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। তবে নতুন সিলেবাসে বেশ কিছু সরলীকরণের প্রয়োজন ছিল।”

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃত্রিম মেধা এবং আলাদা দু’টি বিষয় হিসাবে পড়ানো শুরু করা হয়। তার এক বছরের মাথায় উচ্চমাধ্যমিকে সিলেবাসের আমূল পরিবর্তন হয়। পরবর্তীতে সিমেস্টার পদ্ধতি আসায় সিলেবাসকে চারটি ভাগে ভাগ করা হয়। আর সেখানে লক্ষ্য করা যাচ্ছিল, তৃতীয় এবং চতুর্থ সিমেস্টারে দু’টি বিষয়ের সিলেবাস অনেকটা এক হয়ে যাচ্ছে।

পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, “আমাদের স্কুলে বিষয়টি থাকলেও ডেটা সায়েন্সে কেউ ভর্তি হয়নি। কৃত্রিম মেধায় ভর্তির সংখ্যা অত্যন্ত কম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিষয় দু’টিকে এক করার ফলে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

শিক্ষা সংসদ সূত্রের খবর, গত দু’বছরে একাদশে খুব কম সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছে। আর কৃত্রিম মেধা এবং ডেটা সায়েন্সের সিলেবাসে ৭০ থেকে ৮০ শতাংশ মিল রয়েছে। সবদিক বিবেচনা করেই একটি বিষয় হিসেবে পড়ানো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে।

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “দু’টি বিষয়ের সিলেবাস প্রায় এক। এই বিষয় পড়ানোর জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ না হওয়ায় কম্পিউটার শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে ক্লাস করানো হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের উপর চাপ বৃদ্ধি পাচ্ছিল। একটি শাখায় পরিণত হওয়ায় ছাত্র ও শিক্ষক উভয়ই উপকৃত হবেন।”

যোধপুর পার্ক বয়েজের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার বলেন, “কৃত্রিম মেধা বা ডেটা সায়েন্সের ব্যাপ্তি অনেক বেশি। এর জন্য প্রয়োজন অভিজ্ঞ শিক্ষকের। তার অভাব থাকলে স্কুল স্তরে এই বিষয়গুলির প্রতি আগ্রহ হারাবে প‌ড়ুয়ারা। আমাদের স্কুলে ডেটা সায়েন্সে পড়ুয়া ভর্তি হয়েও এআইতে স্থানান্তরিত হয়েছে। বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষা সংসদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।’’

Advertisement
আরও পড়ুন