JU Recruitment 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ

প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৫৮,২৮০ টাকা দেওয়া হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৩:২৩
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। বিশেষ প্রজেক্টের কাজে রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রজেক্ট ফেলো নেওয়া হবে। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রথমে ১ বছরের জন্য নেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৫৮ হাজার ২৮০ টাকা দেওয়া হবে।

Advertisement

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ হবে এই পদে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে প্রার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন দফতর থেকে আবেদনপত্র পাওয়া যাবে ৫০ টাকার বিনিময়। ইন্টারভিউয়ের দিন পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আগে থেকে আবেদনপত্র এবং প্রয়োজনীয়ও নথিও পাঠানো যেতে পারে। ১৮ এপ্রিল ইন্টারভিউ হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন
Advertisement