IFS Recruitment 2023

ভারতীয় বন বিভাগে চাকরি করতে চান? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

ন্যাশনাল অথরিটি অফ কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অথরিটিতে এই পদে নিয়োগ করা হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৩:১৭
ভারতীয় বন বিভাগে চাকরির সুযোগ।

ভারতীয় বন বিভাগে চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

ভারতীয় বন বিভাগে রয়েছে চাকরির সুযোগ। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় বন বিভাগের ওয়েবসাইটে।

জয়েন্ট চিফ এগ্‌জিকিউটিভ অফিসার এবং ডেপুটি চিফ এগ্‌জিকিউটিভ অফিসার পদে রয়েছে কর্মখালি। তবে এই পদগুলিতে যে কেউ আবেদন করতে পারবেন না। শুধুমাত্র, ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) পদে কর্মরত অফিসারদের নিয়োগ করা হবে। ন্যাশনাল অথরিটি অব কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অথরিটিতে এই পদে নিয়োগ করা হবে। ডেপুটেশনের ভিত্তিতে ৫ বছরের জন্য নেওয়া হবে কাজে। কাজের স্থান হবে দিল্লিতে।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘ভ্যাকেন্সি সার্কুলার’ লেখায়। সেখানে গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তি থেকে প্রথমে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে মেল করে দিতে হবে। মেল-এর মাধ্যমে আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৮ মে ’২৩।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন