JU Admission 2024

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছ’মাসব্যাপী কোর্সে ভর্তির সুযোগ, আবেদনের শর্তাবলি কী?

সংশ্লিষ্ট কোর্সের মোট আসনসংখ্যা ৩০।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫
JU

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ বিষয় নিয়ে পড়ার সুযোগ। শুক্রবার এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে প্রকাশ, পাঠক্রমটি স্বল্পমেয়াদি। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ‘বুদ্ধিস্ট স্টাডিজ়’ শীর্ষক এই কোর্সে বৌদ্ধ ধর্মের নানা দিক নিয়ে আলোচনা করা হবে। পাঠক্রমটি ছ’মাসের। সার্টিফিকেট কোর্সটি আয়োজনের দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ়। সংশ্লিষ্ট কোর্সের মোট আসনসংখ্যা ৩০। তবে ২০ জনের থেকে কম পড়ুয়া সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হতে চাইলে কোর্সের ক্লাস শুরু হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতকরাই ভর্তির আবেদন জানাতে পারবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত পড়ুয়া, ফেলোশিপ প্রাপক এবং কোনও সংস্থায় কর্মরতদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে যথাক্রমে ২০০০, ৪০০০ এবং ৬০০০ টাকা।

সংশ্লিষ্ট কোর্সের ক্লাস হবে ‘ব্লেন্ডেড’ অর্থাৎ অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই। সপ্তাহে দু’দিন অনলাইনে বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত কোর্সের ক্লাস হবে। এর পরে বিশ্ববিদ্যালয়ের দর্শন ভবনে পরীক্ষা এবং ‘প্রেজ়েন্টেশন’-এর আয়োজন করা হবে।

আগ্রহীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এর পরে তা পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে আগামী ১৩ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। পড়ুয়াদের এই কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে ভর্তি নেওয়া হবে। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি। এর পরে ভর্তি প্রক্রিয়া চলবে ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। কোর্সের ক্লাস শুরু ২০ জানুয়ারি থেকে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন