আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানের একটি ইউনিটে গবেষণার কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানের মেশিন ইন্টেলিজেন্স ইউনিটে গবেষণা প্রকল্পের কাজ সম্পন্ন হবে। কাজ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে। এর জন্য অর্থসাহায্য করবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র জেসি বোস ন্যাশনাল ফেলোশিপ রিসার্চ গ্রান্ট।
প্রকল্পে প্রজেক্ট লিঙ্কড রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পের কাজে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁর কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তের পারিশ্রমিক হবে মাসে ৫৮,০০০-৬৭,০০০ টাকা।
প্রকল্পটিতে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল/ ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।