Arrest

স্কুলছাত্রীকে অপহরণ! বর্ধমানে গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, পালার মোড় এলাকাতেই ওই ছাত্রীর বাড়ি। গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে তার হদিস মিলছে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

— প্রতীকী চিত্র।

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম অজিত যাদব। বর্ধমান থানার পালার মোড় এলাকায় ধৃতের বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। অপহৃতা ছাত্রী এবং ঘটনায় মূল অভিযুক্ত অজিতের ভাইয়ের হদিস পেতে ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, পালার মোড় এলাকাতেই ওই ছাত্রীর বাড়ি। গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে তার হদিস মিলছে না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, ছাত্রীকে অজিতের ভাই রাহুল যাদব অপহরণ করে আটকে রেখেছে। তাতে মদত দিয়েছে অজিত। এর পরেই ছাত্রীর পরিবারে তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement
আরও পড়ুন