সংগৃহীত চিত্র।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে গণিত বিষয়ের খোলনলচে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ‘পিয়োর ম্যাথমেটিক্স’, বাণিজ্য বিভাগের পড়ুয়াদের জন্য ‘কমার্শিয়াল ম্যাথমেটিক্স’ এবং কলা বিভাগের পড়ুয়াদের জন্য ‘বেসিক ম্যাথমেটিক্স’— এই তিনটি আলাদা আলাদা বিষয় থাকবে উচ্চ মাধ্যমিক স্তরে। কী কী থাকছে এই তিনটি বিষয়ের সিলেবাসে?
শিক্ষা সংসদ সূত্র জানাচ্ছে, সেট ওয়ান হচ্ছে বিজ্ঞান বিভাগের অঙ্ক। এক কথায় গণিত বলতে যা বোঝায়। এর মধ্যে থাকে ‘কমপ্লেক্স ফ্যাক্টরাইজ়েশন’, ‘ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস’ বা ‘সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন’-এর মতো জটিল অঙ্কগুলি। সেগুলিই আরও বিস্তারিত ভাবে এবং বৃহদাকারে থাকবে একাদশ-দ্বাদশের বিজ্ঞান শাখার গণিতে।
কমার্শিয়াল ম্যাথমেটিক্সকে ‘সেট টু’ বলা হয়েছে সংসদের তরফে। অর্থনীতি, বিজ়নেস স্টাডিজ় এবং অ্যাকাউন্ট্যান্সি বিষয়গুলি পড়তে গিয়ে রাশিবিজ্ঞান ভিত্তিক গণিতের প্রয়োজন হয়। সেই গণিত অন্তর্ভুক্ত করা হচ্ছে বাণিজ্য বিভাগে। সেখানে থাকছে উচ্চ মানের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও সমন্বয় জ্যামিতি (কোঅর্ডিনেট জিয়োমেট্রি)। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে রাশিবিজ্ঞান (স্ট্যাটিস্টিকস), প্রোব্যাবিলিটি ম্যাথমেটিক্স এবং রিগ্রেশন ম্যাথমেটিক্স।
কলা বিভাগকে ‘সেট থ্রি’ বলছে শিক্ষা সংসদ। এই ‘বেসিক ম্যাথমেটিক্স’-এর সিলেবাস তৈরি হবে খুবই সাধারণ গণিত নিয়ে। সেখানে ত্রিকোণমিতি থাকবে না। পাশাপাশি, ‘ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস’ বা ‘সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন’ থাকবে না। তবে, মাধ্যমিকে যে অঙ্ক করতে হয় পড়ুয়াদের, তার থেকে একটু উঁচু মানের অঙ্ক থাকবে। বাণিজ্য বিভাগের মতোই কিছুটা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও সমন্বয় জ্যামিতি থাকবে সেট থ্রি-তে।
শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘আসন্ন শিক্ষাবর্ষ থেকে যে সমস্ত পড়ুয়া গণিত বিষয় নেবে, তারা বিভাগ ভিত্তিতে বাছাই করতে পারবে। এত দিন সব বিভাগের পড়ুয়াদের একটিই গণিত পড়তে হত, যা বিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের অন্তর্গত। এ বার থেকে আর অযথা কঠিন গণিত পড়তে হবে না।’’