সংগৃহীত চিত্র।
বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে জাতীয় স্তরের আঁকা, হাতের কাজ এবং লেখার প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সমগ্র শিক্ষা মিশন। সাত থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
বয়সের নিরিখে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে এই প্রতিযোগিতাকে। প্রথমটি সাত থেকে ১০ বছর বয়সীদের জন্য। এবং দ্বিতীয়টি ১১ থেকে ১৪ বছর বয়সের পড়ুয়াদের জন্য।
দশ বছর পর্যন্ত বয়সের শিশুদের জন্য বিষয়বস্তু রাখা হয়েছে ‘দ্য গ্রেটফুল হার্ট’। ১৪ বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের বিষয়বস্তু ‘দ্য আনসাং হিরো।’ তিনটি বিভাগে যারা প্রথম হবে, তাদের প্রত্যেকের জন্য পুরস্কার ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে যারা থাকবে সেই তিন জনকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। থাকছে বিশেষ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ। এ ছাড়াও থাকছে ৪০০ পড়ুয়ার জন্য স্বান্তনা পুরস্কার।
দেশ জুড়ে এই প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অক্টোবর মাস থেকে এই প্রতিযোগিতা চলছে, যা শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। কলকাতার বিভিন্ন স্কুলে ১২ তারিখের মধ্যে এই প্রতিযোগিতা হবে বলে সমগ্র শিক্ষা মিশন সূত্রের খবর।
মিশনের আধিকারিক জানিয়েছেন, এই ধরনের প্রতিযোগিতার মূল উদ্দেশ্য দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের গোড়া থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি করা। পাশাপাশি শিশুদের মধ্যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সৃজনশীল সত্তাকে সামনে আনাও এর লক্ষ্য।