IGNOU Admission 2025

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রথম প্যারালিগ্যালের কোর্স, ইগনুতে শুরু ভর্তি প্রক্রিয়া

পেশাদারি এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামটি করা যাবে ইংরেজি এবং হিন্দি মাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৪
IGNOU

ইগনু। সংগৃহীত ছবি।

দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম বার প্যারালিগ্যাল প্র্যাকটিসের উপর কোর্স চালু করছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে। ভারতীয় বিচারব্যবস্থা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি জানাতে এই কোর্স করানো হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ‘ডিপ্লোমা ইন প্যারালিগ্যাল প্র্যাকটিস’ শীর্ষক কোর্সটিতে চলতি বছরের জানুয়ারি পর্বের জন্য আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। ক্লাস হবে মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যমে। পেশাদারি এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামটি করা যাবে ইংরেজি এবং হিন্দি মাধ্যমে। কোর্সের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত। কোর্স ফি ৮,৪০০ টাকা।

পাঠক্রমটি পড়ুয়াদের যেমন বিভিন্ন প্যারালিগ্যাল বিষয়ে পাঠদান করবে, তেমনই ভারতীয় আইনব্যবস্থার নানা সুযোগসুবিধা সম্পর্কে সচেতন করবে পড়ুয়াদের। কী ভাবে প্রয়োজন বুঝে বিভিন্ন আইনি বিধি বা বিচারব্যবস্থার নানা দিককে কার্যকরী করা যায়, সেই বিষয়েও শেখানো হবে কোর্সে। এর ফলে শুধু নিজেদের নয়, বাকিদেরও আইনি সাহায্য করার জন্য জরুরি ভূমিকা পালন করতে পারবেন সংশ্লিষ্ট পড়ুয়ারা।

এই পাঠক্রমে ভর্তির আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরা। স্নাতক উত্তীর্ণরাও এই কোর্স করে প্যারালিগ্যাল বা আইনজীবীদের সহকারীর পেশা বেছে নিতে অথবা কোনও আইনি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরির সুযোগ পেতে পারেন।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন