ধৃতদের নাম পুনম বর্মা। রমেশকুমার বর্মা। —প্রতীকী চিত্র।
কলকাতার ইডেনে ভারত বনাম ইংল্যান্ডের টি২০ ম্যাচ চলছিল। সে সময় পোস্তার এক দোকানে ঢুকে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযোগ, ওই দোকানে বসে বেটিং চক্র চালাচ্ছিলেন তাঁরা। নগদ ৩০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পুনম বর্মা। রমেশকুমার বর্মা। পুনমের বয়স ৪৪ বছর। তিনি লেকটাউনের বাসিন্দা। রমেশের বয়স ৪৭ বছর। তিনি দমদমের বাসিন্দা। পোস্তায় ‘ঋদ্ধি সিদ্ধি আসায় কেন্দ্র’ নামে একটি দোকানের ভিতর ‘স্কাইএক্সচেঞ্জ’ অ্যাপের মাধ্যমে বেটিং চালাচ্ছিলেন দু’জন বলে অভিযোগ। বিশেষ সূত্রে খবর পেয়ে দোকানে তল্লাশি চালিয়ে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে।
ওই দোকান থেকে দু’টি মোবাইল ফোন, একটি টিভি এবং নগদ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনে বেশ কয়েকটি বেটিং ইউজ়ার আইডি রয়েছে। পোস্তা থানায় মামলা দায়ের করা হয়েছে।