প্রতীকী চিত্র।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে চাকরির সুযোগ। সম্প্রতি পোর্টের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, পোর্টের কলকাতা ডক সিস্টেমের জন্য এই নিয়োগ। যেখানে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আবেদন গ্রহণ করা হবে অফলাইনে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
কলকাতা ডক সিস্টেমে নিয়োগ হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫। চুক্তিভিত্তিক এই পদে তিন বছরের জন্য নিয়োগ করা হবে কর্মীদের।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৬,০০০ টাকা।
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এর পর কোনও সরকার নথিভুক্ত প্রতিষ্ঠানে টাইপিংয়ের দক্ষতার শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতার। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরাম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ ফেব্রুয়ারি। এর পর বাছাই প্রার্থীদের পোর্টের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত/ দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।