বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সংগৃহীত ছবি।
বাঁকুড়া জেলায় কাজের সুযোগ। কর্মী নিয়োগ করা হবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালে একটি পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সুযোগ পাবেন অবসরপ্রাপ্তেরা। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
হাসপাতালে নিয়োগ হবে ফেসিলিটি ম্যানেজার পদে। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের হাসপাতালে এক বছর কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৪,০০০ টাকা।
ফেসিলিটি ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের কোনও সরকারি মেডিক্যাল কলেজ বা সরকারি টিচিং হসপিট্যালের অবসরপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার আধিকারিক হতে হবে।
আগামী ১৭ ফেব্রুয়ারি হাসপাতালে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ১১টার মধ্যে সেখানে জমা দিতে হবে। এর পর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।