MBA Admission 2025

এমবিএ পড়তে চান? ক্যাট উত্তীর্ণরা পাবেন অগ্রাধিকার, কোথায় শুরু ভর্তি প্রক্রিয়া?

মোট ৩০টি আসনে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। অনলাইনে আবেদনের পোর্টাল চালু হয়েছে ৯ জানুয়ারি থেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:০৫
Indian Institute of Technology, Guwahati.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) উত্তীর্ণ হয়েছেন? মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়তে চান? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। চলতি মাসের ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া।

Advertisement

ভর্তি হতে আগ্রহীদের স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এ বৈধ স্কোর থাকা প্রয়োজন। এমন প্রার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতার নিরিখে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।

মোট ৩০টি আসনে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ভর্তির আবেদনের জন্য ১,৬০০ টাকা ফি ধার্য করা হয়েছে। তবে মহিলা, তৃতীয় লিঙ্গ, তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের ৮০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। ভর্তি এবং অন্যান্য ফি বাবদ ২,৭৯,১৫০ টাকা হিসাবে ধার্য করা হয়েছে।

অনলাইনে আগ্রহীরা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। মার্চ মাসের মধ্যে প্রার্থীদের বেছে নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন