অয়েল ইন্ডিয়া লিমিটেড (অয়েল)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (অয়েল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জিয়োলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
নিযুক্তদের কন্ট্র্যাকচুয়াল জিয়োলজিস্ট পদে কাজ করতে হবে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট পদে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই সেই সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের পাশাপাশি, কাজের অভিজ্ঞতার শংসাপত্রও সঙ্গে রাখা প্রয়োজন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ২৯ জানুয়ারি। এই পদে নিয়োগের অন্যান্য শর্ত জেনে নিতে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।