সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।
সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ করা হবে। শীর্ষ আদালতের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। তবে শূন্যপদ সংক্রান্ত কোনও তথ্য ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
সংশ্লিষ্ট পদে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের মানুপাত্র, এসসিসি অনলাইন, লেক্সিসনেক্সিস, ওয়েস্টল-এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স হতে হবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৮০,০০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। কলকাতা-সহ মোট ২৩টি শহরে হবে পরীক্ষা। আবেদনের জন্য ৫০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে।
আবেদনকারীদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ৭ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।