Recruitment in CU

কলকাতা বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো নেবে, কোন বিভাগের জন্য?

আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৫:৪০
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

জুনিয়র রিসার্চ ফেলো নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ফলিত আলোক বিজ্ঞান ও ফোটন প্রযুক্তিবিদ্যা বিভাগের তরফ থেকে নেওয়া হবে এই পদে। জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থী এমই/ এমটেক ডিগ্রি থাকতে হবে ‘অপটিক অ্যান্ড অপটোইলেকট্রনিক্স’ বিষয়ে। এ ছাড়া সংশ্লিষ্ট এই ধরনের অন্য কোনও বিষয়েও যদি ডিগ্রি থাকে, তা হলেও আবেদন করা যাবে। তবে, ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। চুক্তির ভিত্তিতে ২ বছরের জন্য এই কাজে নেওয়া হবে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ হবে ২ মে। ওই দিন বিস্তারিত জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের রিপোর্টিং শুরু হবে সকাল সাড়ে ১১টা থেকে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন
Advertisement