Shekhar Ravjiani

দু’বছর গাইতে পারেননি, হারিয়ে ফেলেন কণ্ঠস্বর! কী হয়েছিল ‘ইশকওয়ালা লভ’-এর গায়ক শেখরের?

বিশাল-শেখর জুটির সুরে অসংখ্য হিট গান পেয়েছে বলিউড। সেই জুটির একজনেরই হারিয়ে যায় কণ্ঠস্বর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০০
কণ্ঠস্বর হারিয়ে ফেলেন শেখর রবজিয়ানি।

কণ্ঠস্বর হারিয়ে ফেলেন শেখর রবজিয়ানি। ছবি: সংগৃহীত।

সঙ্গীত পরিচালক শেখর রবজিয়ানিকে সকলেই চেনেন। অসংখ্য হিট গান গেয়েছেন, সুরও দিয়েছেন। ‘ঘুঙরু টুট গয়ে’ থেকে ‘ইশকওয়ালা লভ’— এমন অসংখ্য গান উপহার দিয়েছেন। টেলিভিশন চ্যানেলে একাধিক রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। তবে সেই সফল সুরকার দু’বছর গান গাইতে পারেননি, হারিয়ে ফেলেছিলেন নিজের কণ্ঠস্বর।

Advertisement

বাঁ দিকের স্বরতন্ত্রী ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গান একেবারেই বন্ধ হয়ে যায় শেখরের। হতাশার অন্ধকারে ডুবে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, আর হয়তো কখনও গাইতে পারবেন না। শিল্পীর পরিবারের সদস্যরাও তাঁর অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে কাজ থামাননি শেখর। নিজের কণ্ঠস্বর ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন। অবশেষে অনেকটা ভাল আছেন তিনি, সমাজমাধ্যমে নিজের এই দু’বছরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শেখর।

অনেক চেষ্টা করেও দেশে ফল মেলেনি। অবশেষে সান দিয়াগোতে যান শেখর। সেখানে জেরেমি নামের একজনের সঙ্গে তাঁর দেখা হয়। জেরেমি তাঁকে জনৈক চিকিৎসক, এরিনের কাছে যাওয়ার পরামর্শ দেন। কোভিডের কারণে এরিনের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি শেখর। তবে জ়ুম কলে তাঁদের কথা হয়। সেই সময় কান্নায় ভেঙে পড়েন শেখর। জানান, তিনি আবার গান গাইতে চান। একটা সময় আসে, তিনি ভাবেন এখানেই সব শেষ। তবে হাল ছাড়েননি। ওই চিকিৎসকের পরামর্শে ফের ফিরে পেলেন কণ্ঠস্বর।

Advertisement
আরও পড়ুন