Kalyani University Admission 2024

পরিবেশ ব্যবস্থাপনায় এমএসসি করবেন? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৮
Kalyani University

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

পরিবেশ ব্যবস্থাপনা বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তরের ইচ্ছে রয়েছে? খোঁজ নিতে পারেন নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। পড়ুয়ারা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ় বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে পড়ুয়াদের এমএসসি কোর্সে ভর্তি নেবে। কোর্সের মেয়াদ দু’বছর। চলতি শিক্ষাবর্ষে এই পাঠক্রমে মোট ২৯টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য কিছু আসন রাখা হবে। কোর্সের প্রতি সিমেস্টারের টিউশন ফি ১৫ হাজার টাকা।

স্নাতকোত্তরের এই কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের বিজ্ঞান নিয়ে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং অ্যাপ্লায়েড সায়েন্সের বিভিন্ন বিষয়ে নিয়ে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। ডিগ্রি অর্জন করতে হবে ২০২৩ বা ২০২৪ সালে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর জন্য কোনও অর্থ জমা দিতে হবে না। আগামী ২২ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর মেধাতালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। ২৬ এবং ২৭ নভেম্বর ভর্তির জন্য ফার্স্ট কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement