প্রতীকী চিত্র।
বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর প্যারামেডিক্যাল শাখায় পড়াশোনার সুযোগ রয়েছে রাজ্যেই। তবে, এ ক্ষেত্রে দ্বাদশের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি বিষয়গুলি থাকতেই হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এবং এর অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উল্লিখিত শাখায় স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ১২টি প্যারামেডিক্যাল বিষয়ে ভর্তি নেওয়া হবে। এর জন্য প্রার্থীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।
তবে, উল্লিখিত বিষয়ে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন। কোন কোন বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকছে, তার একটি তালিকা দেওয়া হল।
১. প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স
২. অকুপেশনাল থেরাপি
৩. ফিজ়িয়োথেরাপি
৪. ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি
৫. অপারেশন থিয়েটার টেকনোলজি
৬. ফিজ়িশিয়ান অ্যাসিস্ট্যান্ট
৭. পারফিউশন টেকনোলজি
৮. মেডিক্যাল মাইক্রোবায়োলজি
৯. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি
১০. ভিশন সায়েন্স ইন সেন্ট্রাল স্টেরিলাইজ়েশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল
১১. রেসপিরেটরি থেরাপি
১২. রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি উল্লিখিত কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়া কবে সম্পন্ন হবে, এবং কবে স্নাতক স্তরের ক্লাস শুরু হবে, তা জানতে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।