Coldwave Alert in North India

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ঠান্ডায় মৃত্যু ৪ জনের! ন’রাজ্যে শৈত্যপ্রবাহ, ১৭ রাজ্যে কুয়াশার সতর্কতা

মৌসম ভবন জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা হাড়কাঁপানো ঠান্ডা থাকবে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। শুধু তা-ই নয়, ১১-১২ ডিসেম্বর আবার পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:১৪
ঠান্ডায় জবুথবু উত্তর ভারত। ছবি: পিটিআই।

ঠান্ডায় জবুথবু উত্তর ভারত। ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে হু-হু করে তাপমাত্রা নামছে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশার সতর্কতাবার্তাও দিয়েছে মৌসম ভবন। বুধবার মৌসম ভবন জানিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ ন’রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে।

Advertisement

উত্তরপ্রদেশে গত কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্র এবং কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা হাড়কাঁপানো ঠান্ডা থাকবে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। শুধু তা-ই নয়, ১১-১২ ডিসেম্বর আবার পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মউ, চন্দৌলি, গাজ়িপুর এবং ভদোহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে।

অন্য দিকে, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ৩৫টি শহরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। রাজস্থানের নগৌরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৫ ডিগ্রি সেলসিয়াস। আবার তামিলনাড়ুর উটিতে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যে নেমেছে। দেশের ১৭ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ৯ জানুয়ারি উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ এবং বিহারে ঘন কুয়াশা থাকবে। অরুণাচল প্রদেশ, মিজ়োরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ জানুয়ারি বিহার, হিমাচল, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় কুয়াশার দাপট চলবে।

Advertisement
আরও পড়ুন