NCERT Recruitment 2025

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি, কোন বিভাগে কর্মী প্রয়োজন?

জুনিয়র প্রজেক্ট ফেলো পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:২৭
National Council of Educational Research and Training.

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র তরফে এই মর্মে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বিশদ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশনের একটি প্রকল্পে জুনিয়র প্রজেক্ট ফেলো প্রয়োজন। ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

ইংরেজি, সোশ্যাল সায়েন্সেস কিংবা এডুকেশনে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) কিংবা এডুকেশনে পিএইচডি বা এমফিল সম্পূর্ন করেছেন, এবং ইংরেজিতে সাবলীল, এমন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁদের ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই, আলাদা করে কোনও আবেদন গ্রহণ করা হবে না।

আগ্রহীরা সরাসরি নয়া দিল্লিতে এনসিইআরটি-র দফতরে উপস্থিত থাকতে পারবেন। ১০ জানুয়ারি সেখানেই ইন্টারভিউ নেওয়া হবে। সঙ্গে রাখতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং নো অবজেকশন সার্টিফিকেটের মতো নথি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন