চিত্রকলা ও ভাস্কর্য ২

স্বকীয়তা আছে ভাবনাতেও

মৃণাল ঘোষকাটা কাগজ সেঁটে করা ২৪টি কোলাজের ছবি নিয়ে সম্প্রতি একক প্রদর্শনী করলেন সুপ্রভা মণ্ডল গগনেন্দ্র প্রদর্শশালায়। ছেঁড়া কাগজের টুকরো নির্বাচনের ধরনে তাঁর রচনার একটি অভিমুখ ধরা পড়ে।

Advertisement
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫ ০১:০০

কাটা কাগজ সেঁটে করা ২৪টি কোলাজের ছবি নিয়ে সম্প্রতি একক প্রদর্শনী করলেন সুপ্রভা মণ্ডল গগনেন্দ্র প্রদর্শশালায়। ছেঁড়া কাগজের টুকরো নির্বাচনের ধরনে তাঁর রচনার একটি অভিমুখ ধরা পড়ে। অবয়বের মধ্য দিয়ে, প্রতিমাকল্পের মধ্য দিয়ে তিনি এই সময়ের বাস্তবতাকে প্রতিফলিত করতে চান। তিন ধরনের ছবি তিনি করেছেন: স্টিল লাইফ, নিসর্গভিত্তিক এবং অবয়বী প্রতিমাকল্প। সব ক্ষেত্রেই পূর্বোক্ত বৈশিষ্ট্যটি লক্ষণীয়। তাঁর কাগজ নির্বাচন ও নির্মাণের পদ্ধতিতে যথেষ্ট প্রাকরণিক দক্ষতা আছে। স্বকীয়তা আছে ভাবনাতেও। যে জন্য তাঁকে একজন সম্ভাবনাময় শিল্পী বলে চিনে নেওয়া যায়।

Advertisement

প্রদর্শনী

চলছে

জি সি লাহা: • অমিতাভ সেনগুপ্ত আজ শেষ।

তাজ বেঙ্গল: • শুভঙ্কর হালদার কাল শেষ।

অ্যাকাডেমি: • ‘ইন্দো-বাংলা আর্ট এক্সিবিশন’ ২০ পর্যন্ত।

• চিন্ময়, শুভেন্দু প্রমুখ ২০ পর্যন্ত।

• দিলিপ দাস ২০ জানুয়ারি পর্যন্ত।

• আশিস চট্টোপাধ্যায় ২০ পর্যন্ত।

আলতামিরা: • বাদল পাল, রতন দাস প্রমুখ ২২ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement