Ratan Tata Death

‘সহ্য করা কঠিন’, রতন টাটার প্রয়াণে কী লিখলেন প্রাক্তন প্রেমিকা সিমি

রতন টাটার সঙ্গে তাঁর সম্পর্কের যে ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে, সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। শিল্পপতির প্রয়াণে কী লিখলেন সিমি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৩:৪৩
(বাঁ দিকে) রতন টাটা (ডান দিকে) সিমি গারেওয়াল।

(বাঁ দিকে) রতন টাটা (ডান দিকে) সিমি গারেওয়াল। ছবি: সংগৃহীত।

বুধবার মধ্যরাতে প্রয়াত হন শিল্পপতি রতন টাটা। কিছু দিন ধরে মুম্বইয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭। দেশের শিল্প জগতের অনন্য রত্ন ছিলেন রতন টাটা। দীর্ঘ কর্মজীবন। যদিও জীবন যাপনে তেমন কোনও বাহুল্য ছিল না তাঁর। ভারতের মহীরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়েছে বিভিন্ন সময়। শোনা যায়, জীবনে চার বার প্রেমে পড়েছিলেন। তবে বিয়ে করা হয়নি তাঁর। আজবীন অবিবাহিত ছিলেন, সঙ্গী ছিল তাঁর পোষ্যেরা। শোনা যায়, অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে নাকি এক সময় প্রণয় সম্পর্কে জড়ান শিল্পপতি। বেশ কয়েক বছর সেই সম্পর্ক থাকলেও শেষমেশ তা পরিণতি পায়নি। তবে তাঁদের বন্ধুত্ব অটুট ছিল। তাই রতন টাটার প্রয়াণ যেন মেন নিতে পারছেন না সিমি।

Advertisement

রতন টাটার সঙ্গে তাঁর সম্পর্কের যে ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে, সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সিমির কথায়, ‘‘ও দারুণ মজার মানুষ। নিপাট ভদ্রলোক। অর্থ কখনই ওর চালিকাশক্তি ছিল না।’’ শিল্পপতির চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। বৃহস্পতিবার সিমি গারেওয়াল ফেসবুকে লেখেন, ‘‘ওরা বলছে, তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য় করা খুব কঠিন... বড্ড কঠিন... বিদায় বন্ধু।’’ প্রেম ভেঙে গেলেও সিমির শো ‘রাঁদেভু উইথ সিমি’-তে প্রথম অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই সিমি তাঁকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করেননি তিনি। উত্তরে তিনি বলেন, ‘‘সেই সময়ে খুব বেশি মাত্রায় কাজে নিয়োজিত ছিলাম। বেশ কয়েক বার বিয়ে করার কথা ভেবেওছিলাম, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।’’

Advertisement
আরও পড়ুন