India Ratings and Research

আরও সুদ কমাতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক, পূর্বাভাস দিল সমীক্ষক সংস্থার রিপোর্ট

ফেব্রুয়ারিতেও রেপো রেট (যে সুদে রিজ়ার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়) ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৮:৫১
এপ্রিলের ঋণনীতিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের সামনে আরও ২৫ বেসিস সুদ কমানোর রাস্তা প্রশস্ত হল বলে মনে করছে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ।

এপ্রিলের ঋণনীতিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের সামনে আরও ২৫ বেসিস সুদ কমানোর রাস্তা প্রশস্ত হল বলে মনে করছে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ। —প্রতীকী চিত্র।

গত মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশের নীচে নেমেছে। ফলে এপ্রিলের ঋণনীতিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের সামনে আরও ২৫ বেসিস সুদ কমানোর রাস্তা প্রশস্ত হল বলে মনে করছে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ। এর আগে ফেব্রুয়ারিতেও রেপো রেট (যে সুদে রিজ়ার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়) ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। মূল্যায়ন সংস্থাটি তাদের রিপোর্টে বলেছে, সব কিছু ঠিক থাকলে আর্থিক বৃদ্ধিকে চাঙ্গা করার জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে শীর্ষ ব্যাঙ্ক তিন বারে মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে। সে ক্ষেত্রে এ দফায় সব মিলিয়ে ১০০ বেসিস পয়েন্ট সুদ কমবে। তার সুফল পাবেন বাড়ি, গাড়ি, শিক্ষা-সহ বিভিন্ন ব্যক্তিগত ঋণের গ্রাহকেরা। তাঁদের কিস্তি কমবে। আবার ভারতীয় পণ্যের উপরে আমেরিকার শুল্কের বিরূপ প্রভাব এ দেশের অর্থনীতির উপরে পড়লে সুদ আরও কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, ৭-৯ এপ্রিল পরবর্তী ঋণনীতি বৈঠক।

Advertisement

অতিমারির পরে চড়া মূল্যবৃদ্ধিকে বাগে আনতে ২০২২ সালের মে মাস থেকে সুদ বাড়াতে শুরু করেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়ে রেপো রেটকে ৬.৫ শতাংশে নিয়ে যায় তারা। গত মাসে ২৫ বেসিস পয়েন্ট কমার ফলে তা ৬.২৫ শতাংশে নেমেছে। ইন্ডিয়া রেটিংসের পূর্বাভাস, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধির গড় হার ৪ শতাংশের নীচেই থাকবে। সংস্থার মুখ্য অর্থনীতিবিদ দেবেন্দ্র কুমার পন্থের বক্তব্য, ‘‘২০২৪-২৫ অর্থবর্ষে খুচরো মূল্যবৃদ্ধির গড় হার কমে ৪.৭% হতে পারে। পরের অর্থবর্ষে সুদ কমতে পারে ৭৫ বেসিস পয়েন্ট।’’


Advertisement
আরও পড়ুন