Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja Celebration 2018

ঘর সাজাতে খরচ ও ঝক্কি নিয়ে চিন্তায়? রইল পকেটসই সমাধান

একটু শ্রম আর বুদ্ধি খরচ করলে কিন্তু খুব সহজেই ঘরবাড়ি সেজে উঠতে পারে এই উৎসবের মরসুমে।

কম বাজেটেই ঘর ঝকঝকে করে তুলুন।

কম বাজেটেই ঘর ঝকঝকে করে তুলুন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ১৫:০৪
Share: Save:

পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। তবে খুব একটা সময়ও নেই। তবে ইচ্ছা করলে এরমধ্যেই বাড়ির অন্দরসজ্জায় বেশ খানিকটা বদল আনতে পারেন আপনি। খুব আহামরি কিছু যদি না-ও হয়, ঘরের আবহাওয়ার বদল ঘটানো যেতেই পারে। একটু এদিক-ওদিক করলেই হবে। তেমনই কিছু দরকারি টিপস রইল আজ।

বাড়ির সবক’টি ঘরেই হালকা কিছু পরিবর্তন এনে সাজিয়ে তুলতে পারেন আপনার ঘর। প্রতিটা পরিবর্তনকেই কিন্তু করতে হবে খুব বুঝে, যা কিনা পকেটসই-ও হবে আবার একটা আলগা চটকও আনবে আপনার বাড়িতে।

ঘর সাজানো মানে অনেকে ধরেই নেন, সে সব খুব খরচের বিষয়। কিন্তু একটু শ্রম আর বুদ্ধি খরচ করলে কিন্তু খুব সহজেই ঘরবাড়ি সেজে উঠতে পারে এই উৎসবের মরসুমে। দেখে নিন কেমন কৌশলে সাজিয়ে তুলবেন সে সব।

আরও পড়ুন: জুতোও রাখতে পারেন ওয়ার্ডরোবে​

আরও পড়ুন: এ বার পুজোয় মোমের আলোয় মাতুন প্রেমে​

আরও পড়ুন: ঘরের কোণ সাজান মনের মতো করে​

  • একটু পুরনো বাড়ি যদি হয় এবং যদি প্রচুর বই থাকে, তাহলে পুজোর আগে একবার টারমাইট ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। খরচ খুবই সামান্য।তবে বাচ্চারা থাকলে অন্তত একদিন সেই ঘরে ঢুকতে দেবেন না।
  • প্রবেশ পথের সামনেই কোনও একটা টেবিলের উপর একটা কাচের পাত্রে জল রাখুন।তাতে সুবাসিত ফ্লোটিং ক্যান্ডেল ভাসিয়ে দিন। সঙ্গে কয়েকটা গোলাপের পাপড়িও দিয়ে দিতে পারেন।
  • সোফার কভারটা একটু বদলে দিতে পারেন। বেশ নতুন লুক হয়ে যাবে।
  • একটা ছোট ফাউন্টেন অথবা একটা অ্যাকোরিয়াম এই উৎসবের দিনে ঘরে নিয়ে আসতে পারেন।
  • ফলস সিলিং থাকলে সিলিংয়ে বা দেওয়ালে ভাল সাউন্ড বক্স লাগিয়ে নিন।উৎসবের দিনগুলোয় কখনও আবৃত্তি, কখনও গানবাজতে থাকুক। পরিবারের সকলের সঙ্গে আপনি গানে-কবিতায় মেতে উঠুন।
  • ছবি সৌজন্য: পিক্সাবে।

    (লেখক অন্দরসজ্জা বিশেষজ্ঞ)

ছবি সৌজন্য: পিক্সাবে।

(লেখক অন্দরসজ্জা বিশেষজ্ঞ)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE