আর ঠিক দু’দিন পরেই কালীপুজো। দেশ জুড়ে পালিত হচ্ছে ধনতেরস। দীপাবলি হোক বা ধনতেরস- আলোয় ভেসে যায় গ্রাম, শহর থেকে মহানগরের রাজপথ। বছরের এই একটা সময়, যখন আতশবাজি থেকে মোমবাতি-প্রদীপ, ঝাড়লণ্ঠন থেকে টুনি বাল্ব– হরেক রকম আলোয় ঘর সাজাতে ভালবাসে মানুষ। দোকানবাজার থেকে রাস্তাঘাট সেজে ওঠে আলোর পসরায়। আর সে সব কিনতে নামে ক্রেতাদের ঢল।